গাজীপুরের আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল সাহাদী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নাছর উদ্দিন বলেন, ৫ দিনের রিমান্ড চেয়ে সুরভীকে আদালতে হাজির করা হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা চাঁদাবাজি মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
গত ২৫ ডিসেম্বর রাতে মহানগরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়। ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং মীমাংসার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করে একটি চক্র। ওই চক্রের সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক সুরভীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্লাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে বলেও জানান ওসি।
সুরভীর আইনজীবী রাশেদ খান বলেন, দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না।




