World

  • World

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে পুনর্বহালের উদ্যোগ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর চলতি বছরের ১১ জুলাই সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহালের উদ্যোগ জোরালো হচ্ছে।
সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর মধ্যে রয়েছেন ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা।

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বহু বাংলাদেশি

অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পাঁচজনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে, যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার অনেক কম।
শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

শান্তিতে নোবেলজয়ী মাচাদোর ফোনালাপ: ট্রাম্পকে উৎসর্গ, নেতানিয়াহুকে প্রশংসা

ভেনেজুয়েলার নেত্রী মারিয়া মাচাদো পুরস্কার ঘোষণার পর পরই দুই প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
বাচ্চারা একটি ঘরে বিভিন্ন খেলনা নিয়ে খেলছে। পাশে একটি ইলেকট্রনিক গ্যাজেট রাখা, যা তারা ব্যবহার করছে না, কারণ অস্ট্রেলিয়াতে ১৬ বছরের নিচে বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে সরকারি আইন কার্যকর করা হয়েছে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক-এর মতো প্রধান প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর ভারত সফরের সময় গার্ড অফ অনার দেওয়া হচ্ছে।

পুতিনের ৪৮ ঘণ্টা ভারত সফর নিয়ে বিস্তারিত

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে পুতিন স্পষ্টভাবেই বলেছেন-‘রাশিয়া ভারতে জ্বালানি সরবরাহ ‘নিরবচ্ছিন্ন’ রাখতে প্রস্তুত
আইইএলটিএস নম্বরে ত্রুটির কারণে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী ভুলভাবে পাস নম্বর পেয়েছেন।

আইইএলটিএস’র প্রশ্ন ফাঁস, ভুল ফলে পাস ৮০ হাজার পরীক্ষার্থী

ব্রিটিশ ছায়া মন্ত্রী ক্রিস ফিলপ বলেছেন, ‘এটি একটি ভয়াবহ ব্যর্থতা। যারা অনুচিতভাবে ভিসা পেয়েছেন, তাদের দেশে ফেরত পাঠাতে হবে।’

বাংলাদেশি জঙ্গিদের পাকিস্তানমুখী পাইপলাইন

পাকিস্তানের প্রখ্যাত 'ডন' পত্রিকায় প্রকাশিত হয়েছে কীভাবে বাংলাদেশি তরুণরা পাকিস্তানের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং হতাহত হচ্ছেন।
পাকিস্তান থেকে প্রকাশিত প্রখ্যাত 'ডন' পত্রিকায় সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে আলোকপাত করা হয়েছে কীভাবে বাংলাদেশি তরুণরা পাকিস্তানের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়ছেন। এখানে ডন পত্রিকার স্ক্রিনশট দেয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন নিহত জঙ্গির পরিবার কান্নায় ভেঙে পরছেন।
শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাঁর সিদ্ধান্ত: জয়শঙ্কর

প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি।
বাংলাদেশ–চীন–পাকিস্তানকে নিয়ে নতুন আঞ্চলিক সহযোগিতা গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ ও চীনকে নিয়ে জোট চায় পাকিস্তান

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট এ ধরনের জোটকে প্রতিষ্ঠা করতে বড় বাধা সৃষ্টি করবে।

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025