পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, ভবনটির রেলিং বহু বছর ধরে নড়বড়ে ছিল। ভূমিকম্পের ধাক্কায় সেটি সম্পূর্ণ ভেঙে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির কাঠামোগত নিরাপত্তা মূল্যায়নে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।
বংশাল থানার ওসি বলেন, ভবনের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলিংয়ের রক্ষণাবেক্ষণে অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




