ভিনির গোলে বিশ্বকাপে ব্রাজিল

প‍্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে নিও কিমিকা অ্যারেনায় ১-০ গোলে জিতেছে সেলেসাওরা।

জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম জয় এটি। আর জয়টি তাকে উপহার দিয়েছেন তারই প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র।
একুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলা ব্রাজিলকে ঘরের মাঠে বেশ আক্রমণাত্মক-নির্ভীক দেখা গেছে। মাচের শুরু থেকেই উইং দিয়ে প্যারাগুইয়ান শিবিরে হানা দিতে থাকেন রাফিনিয়া। অষ্টম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে সে শট গ্লাভসবন্দি করতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষকের।

এর চার মিনিট পর মাথেউস কুইয়ার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতেন ভিনিসিউস। কিন্তু ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৩৫তম মিনিটেও গোলের আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। গাব্রিয়েল মার্তিনেল্লির থেকে উঁচিয়ে আসা বলে কুইয়ার হেডে বল যায় জালের বাইরে দিয়ে।

তবে ৪৪তম মিনিটে কোনো ভুল করেননি ভিনিসিউস। রাফিনিয়ার পা থেকে ছুটে যাওয়া বল দৌড়ে গিয়ে বল ধরে ফেলেন কুইয়া। এরপর তার কাটব‍্যাকে পা ছোঁয়ান ভিনিসিউস। বল জড়ায় জালে। ১-০ স্কোরে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে নেমেই গোলপোস্ট বরাবর দারুণ শট নেন ব্রুনো গিমারাইস। গোললাইন থেকে তা ফিরিয়ে দেন হুয়ান কাসেরেস। ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাঁ পায়ের শট ফিরিয়ে দেন প‍্যারাগুয়ের গোলরক্ষক। ৮৯তম গিমারাইসের জোরাল শটও ফেরান তিনি।

এভাবেই দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। গোল শোধও করতে পারেনি প্যারাগুয়ে। রেফারি শেষ বাঁশি বাজালে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। দুই রাউন্ড হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025