জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরুকে এখন পর্দায় আগের মতো খুব একটা দেখা না যায় না। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। অভিনয়ে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময় নিজের মতামত প্রকাশ করে অনুরাগীদের সংস্পর্শে থাকেন।
সর্বশেষ রবিবার (২৪ আগস্ট) একটি ফেসবুক পোস্ট করেছেন স্বাধীন খসরু। সেখানে নিজের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই অভিনেতা।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!’
ভিডিওটির ক্যাপশনেও একই কথা লিখেছেন এ অভিনেতা। সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করার জন্য ভক্তদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
তার এ ভিডিও বার্তায় মন্তব্য করতে দেখা গেছে অনেক অনুরাগীকে। কেউ পক্ষে, তো কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।’ কারো মন্তব্য, ‘সঠিক বলছেন ভাই।’ কেউ আবার অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বিদেশে বইসা যেমন দেশপ্রেমিক সাজা যায় না। তেমনি বাংলাদেশকে যে যাই বলুক চেঞ্জ হবে না।’