ভারতে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭৯

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে ২৭৪ জন নিহতের খবর জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে এএফপি জানায়, লন্ডনগামী ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন। এছাড়া বিমানটিতে ১২ জন ক্রু সদস্যও ছিলেন। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিমানের ২৪১ আরোহী নিহতের পাশাপাশি গ্রাউন্ডে থাকা কমপক্ষে ৩৮ জন নিহত হন। তবে ডিএনএ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে হতাহতের সংখ্যা চূড়ান্ত করা হবে না।

এদিকে বিমান দুর্ঘটনা তদন্তের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষ তদন্তকারী দল ভারতে এসেছে। যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবার জানিয়েছিলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দিয়েছে।

পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার। এই কমিটি বিমান নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখবে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025