ফারুকীর পুরোনো পোস্ট শেয়ার করে শাওনের খোঁচা

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় সব সময়ই বেশ সরব। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। মাঝে মাঝেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে খোঁচাও দিতে দেখা যায় তাকে। যেমনটা সর্বশেষ পোস্টে সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে খোঁচা দিলেন শাওন।

মঙ্গলবার (৭ অক্টাবর) ফারুকীর একটি পুরোনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন শাওন। যেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করতে দেখা গেছে ফারুকীকে। ১০ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের ১৪ ডিসেম্বর সেই পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারনেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক। গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেয়া কি ঠিক হবে?’

সেই পোস্টের নিচে ফারুকী আরো লেখেন, ‘বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ- এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।’

ফারুকীর সেই পুরোনো পোস্ট শেয়ার করে ক্যাপশনে শাওন লিখেছেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা।’

শাওনের এই পোস্ট যে ফারুকীকে খোঁচা মেরে, তা বুঝতে বাকি নেই অনুরাগীদের। মন্তব্যের ঘরেও যা স্পষ্ট করলেন শাওন। পোস্টে একজন মন্তব্য করেন, সেই মন্তব্যের জবাবে শাওন লেখেন, ‘না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ‍্যাসিস্টের দোসর ট‍্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।’

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025