ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতভর এ ভয়াবহ হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, এটি এখন পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় আকাশ হামলা।
ইউক্রেনীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হামলায় ইরানীয় তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ২৯৬টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে আরও ৪১৫টি ড্রোন হারিয়ে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলা। এটি প্রমাণ করে, আমাদের আরও বেশি বিমান প্রতিরক্ষা দরকার এবং রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধ অর্থায়নের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।
তিনি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল লুতস্ক শহর। পাশাপাশি কিয়েভ, খারকিভ, দিনিপ্রো, মাইকোলাইভ ও সুমি অঞ্চলেও বিস্তৃতভাবে হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলে বেসামরিক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হচ্ছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ছোড়া ৮৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোন ছয়টি অঞ্চলে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। মস্কোর কাছে চারটি ড্রোন আটকানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শেরেমেতইয়েভো ও কালুগা বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।