উড্ডয়নের সময় বিধ্বস্ত যুদ্ধবিমান

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এফ/এ-১৮ডি হর্নেট মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাহাংয়ের কুয়ানতানের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স বলেছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য প্রদান করবে। জনসাধারণকে ঘটনা সম্পর্কে অনুমান বা অযাচাইকৃত প্রতিবেদন না ছড়ানোর জন্যও অনুরোধ করেছে বাহিনীটি।

এদিকে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বিমানটির ককপিটে দুজন পাইলট ছিলেন। তারা নিরাপদে বেরিয়ে এসেছেন।

পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমান নিশ্চিত করেছেন, পাইলট দুজনেই নিরাপদে আছেন এবং তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যাচ্ছে। এরপরই বিকট শব্দ হয়। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে পড়েন।

মালয়েশিয়ান এয়ার ফোর্সের কাছে আটটি টুইন-ইঞ্জিনযুক্ত এফ/এ-১৮ডি হর্নেট রয়েছে। ১৯৯৭ সালে তারা এসব নিজেদের বহরে যুক্ত করে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025