তিনদিন পর নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় পুরনো সুরমা নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। এ ছাড়া তিনি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি ছিলেন।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক আহমেদ। এরপর তার সন্ধান চেয়ে শান্তিগঞ্জ থানায় বুধবার বিকেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জমিয়ত নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুশতাক আহমদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025