থামছে না মব সন্ত্রাস, এবার মা ও দুই সন্তানকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায় থেকে ‘মব’-এর বিরুদ্ধে বার বার বলা হলেও এর লাগাম টানা যাচ্ছে না। থামছে না মব সৃষ্টিকারীরা। অবশ্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও শুধু ‘কড়া বার্তা’ দেয়া ছাড়া মব থামাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

দেশে চলমান মব সন্ত্রাসের ধারাবাহিকতায় এবার কুমিল্লার মুরাদনগরে এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মাদক–সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাঁদের ওপর হামলা করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ধরেই এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে তাঁদের হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে দেখছি।’

তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একসঙ্গে তিনটি মরদেহ পড়ে রয়েছে। তাঁদের গণপিটুনি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025