সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোররাত ৪টা ৪৭ মিনিটের দিকে ভুৃমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
সিলেট আবহাওয়া অফিসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির অভ্যন্তরে ৩৫ কিলোমিটার।
এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটে ভূমিকম্প হয়।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে সিলেটের সব জায়গায় ভূমিকম্প অনুভূত হয়নি। নগরীর আম্বরখানাসহ কয়েকটি এলাকা এবং সিলেট জেলার জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সজীব হোসেইন জানান, ঢাকা থেকে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।




