সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২২৭৫) ও ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৮৬১) দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় দুই বাসের চালকসহ আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দুটি কুরুয়া এলাকায় আসামাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। এরপর স্থানীয় থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।