স্বামীকে বেঁধে রাখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের বারোমাইল এলাকার লিচুবাগানে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভেড়ামারার মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ষোলদাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু ওরফে টিপু, এজাজুল এবং ভ্যানচালক রুবেল আলী।
পুলিশ জানায়, ভেড়ামারা থানাধীন কুটিরবাজার এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন নওগাঁ জেলার সোহেল নামের এক ব্যক্তি। তিনি ডেকোরেটরের দোকানে কাজ করেন। তার স্ত্রী বারোমাইল এলাকার একটি হোটেলে রান্নার কাজ করেন।
শনিবার রাতে হোটেলের কাজ শেষে স্বামীর সঙ্গে স্থানীয় ভ্যানচালক রুবেলের ভ্যানে করে বাসায় ফিরছিলেন। পথে লিচুবাগান এলাকায় পৌঁছালে ৬–৭ জন তাদের গতিরোধ করে। তারা সোহেলকে মারধর করে বেঁধে রাখে এবং স্ত্রীকে সড়কের পাশে লিচুবাগানে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে।
ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।