সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেঁচে আছেন মাত্র একজন।
দেশটির বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। মঙ্গলবার সংগঠনটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন দল জানায়, টানা কয়েকদিনের প্রবল বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই ভূমিধসের ঘটনা ঘটে। এতে পুরো একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এসএলএম/এ বলেছে, নিহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো বের করা যায়।
দীর্ঘদিন ধরে চলমান সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত থেকে বাঁচতে অনেকে আশ্রয় নিয়েছিলেন দুর্গম মাররা পর্বতমালায়। তবে সেখানে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর মারাত্মক সংকট রয়েছে।
গত দুই বছরের গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে উত্তর দারফুর অঙ্গরাজ্যের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাগুলির মুখে রয়েছে।