সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৯-১। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। এই জয়ে সাফ মিশন দারুণভাবে শুরু করল বাংলাদেশ।
সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করেছে আফিদা খন্দকারের দল। দারুণ ছন্দে থাকা দলটি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবে খেলতে নেমেছে। দলটির প্রতি প্রত্যাশাও বেড়েছে দেশের ফুটবলপ্রেমীরদের।
আর প্রথম ম্যাচেই সেই প্রত্যাশার প্রথম সোপান পার করল বাঘিনীরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিজের জাত চেনালেন সাগরিকা। লঙ্কানদের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। এছাড়া মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেছেন।
এতে শ্রীলঙ্কার জালে ৯ গোল জমা পড়ে। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে। একের পর এক গোল হজম ও বাংলাদেশি মেয়েদের আক্রমণ সামলাতেই ব্যস্ত দেখা গেছে লঙ্কানদের। রীতিমতো অসহায় ছিলেন তারা। অবশ্য ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।
পাঁচটি দেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সেজন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান— এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের বর্তমান আসর।