শিরোপা ধরে রাখার মিশনে বেশ ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্বাগতিকরা।
একই প্রতিপক্ষের বিপক্ষেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯-১ গোলের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ, যেখানে চার গোল করেছিলেন মোসাম্মৎ সাগরিকা। তবে নিষেধাজ্ঞার কারণে তাকে ছাড়াই আজ মাঠে নামতে হয়। তা সত্ত্বেও ছন্দে ছেদ পড়েনি লাল-সবুজ শিবিরে।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও শুরুতে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫ মিনিটে জট খুলে দেন কানন রানী বাহাদুর। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার নিখুঁত শটে প্রথমবারের মতো বল জালে প্রবেশ করে।
৩৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন সুরমা জান্নাত। তবে তার নেয়া শটটি প্রতিহত হয় পোস্টে লেগে। অতিরিক্ত যোগ করা সময়ে পূজা দাসের দুর্দান্ত ফিনিশিংয়ে আরও একবার উল্লাসে মাতে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও খেলার রাশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিক দল। ম্যাচের ৭৩তম মিনিটে কর্নার থেকে গোল করে পূজা তুলে নেন নিজের জোড়া গোল। ৮৬ মিনিটে বল নিয়ে একাই ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী, যা ম্যাচের সবচেয়ে চমকপ্রদ গোলগুলোর একটি।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অধিনায়ক আফিদা খন্দকার। নির্ধারিত সময়ের পরে যোগ করা সময়ে তার নেওয়া শটটিই ছিল ম্যাচের শেষ গোল।
এই জয়ে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ২১ জুলাই মুখোমুখি হবে নেপালের। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখবে তারা। তবে পরাজয়ের মুখ দেখলে হেড টু হেড হিসাব ও প্রয়োজন হলে গোল পার্থক্যের দিকে ঝুঁকবে শিরোপার ভাগ্য।