বৃহস্পতিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
ম্যাচের শুরুতে ২ মিনিটের মধ্যেই লস ব্লাঙ্কোসকে এগিয়ে নেন ফেডেরিকো ভালভারদে। ৫৫ মিনিটে রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করেন। পরে অ্যালেক্সান্ডার সরলথ একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ১৩ বারের সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল।
সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনাল শুরু হওয়ার মাত্র ৭৭ সেকেন্ডের মাথায় ৩০ গজ দূর থেকে নেওয়া ভালভারদের ফ্রি-কিক অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে জালে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। তবে গোলের চেয়েও নজর কাড়ে ভালভারদের পাসে তার দুর্দান্ত প্রথম টাচ। তারপর ডিফেন্ডার রবিন লে নরমঁকে পেছনে ফেলে গতি বাড়িয়ে নিখুঁত ফিনিশ।
শেষ পর্যন্ত জিতলেও চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া জাবি আলোনসোর দলকে বেশ ভুগতে হয়েছে। দুই অর্ধেই রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের সামনে সুযোগ এসেছিল।
এই ম্যাচের পর চলতি মৌসুমে দ্বিতীয় এল ক্লাসিকো জয়ের সুযোগ পাচ্ছে রিয়াল। এর আগে অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল তারা।




