ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করল ইংল্যান্ড। ১৯৮৪ সালের প্রথম আসরের পর এবারই প্রথম ইউরো ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হলো।
স্পেন বল দখল এবং আক্রমণে দাপট দেখিয়ে প্রথমে গোল করে এগিয়ে গেলেও, ইংল্যান্ড সমতা ফিরিয়ে এনে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।
রোববারের ম্যাচে ১২০ মিনিটের জমজমাট লড়াইয়ের পর স্কোর দাঁড়িয়েছিল ১-১, যেখানে স্পেনের আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে ২৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের অ্যালেসিয়া রুশো এক অসাধারণ হেডে ম্যাচ সমতায় ফেরান, যা পরবর্তীতে টাইব্রেকারে পরিণত হয়।
ম্যাচের পর যখন টাইব্রেকার শুরু হয়, তখন ইংল্যান্ডের গোলরক্ষক মেরি আয়ার্স একসাথে তিনটি শট রুখে দিয়ে স্পেনের স্বপ্ন চূর্ণ করে ফেলেন। ইংল্যান্ডের গোলের ধারাবাহিকতা ঠিক রেখে, তারা শেষ পর্যন্ত নিশ্চিত করে শিরোপা জয়।
কেলি দলের জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত হয়ে বলেন, “আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।” উল্লেখ্য, ২০২২ ইউরো ফাইনালেও একইভাবে কেলি জয়সূচক গোলটি করেছিলেন।
ইংল্যান্ডের এই অর্জনের পেছনে কোচ সারিনা ভাইগমান এর ভূমিকা ছিল অপরিসীম। ২০১৭ সালে নেদারল্যান্ডস থেকে শুরু করে, ২০২২ এবং ২০২৫ সালে ইংল্যান্ডকে নিয়ে টানা তিনটি ইউরো শিরোপা জয় তার কোচিং ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত ভাইগমান বলেন, “আমরা বলেছিলাম, কোনো উপায়েই জয়ী হতে হবে। আজ আবারও সেটি প্রমাণ করলাম। আমি আমার দল এবং স্টাফদের নিয়ে গর্বিত। এটা এক কথায় অবিশ্বাস্য।”