লিভারপুলের দিয়েগো জোতা আর নেই। সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
একই দুর্ঘটনায় মারা গেছেন জোতার ভাই পর্তুগালের আরেক ফরোয়ার্ড আন্দ্রে সিলভাও। দুই ভাইয়ের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।
এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে স্পেনের প্রদেশ জামোরায়। দেশটির পুলিশ বাহিনী গুয়ার্দিয়া সিভিলের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে মারা যান জোতা ও তার ভাই।
পুলিশ জানিয়েছে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় জোতার গাড়ি ল্যাম্বরগিনি। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।
গত মাসে পোর্তোতে দীর্ঘ সময়ের বান্ধবী রুতে কারদাসোকে বিয়ে করেন জোতা। তাদের ঘরে রয়েছে তিন সন্তান।

গত ২২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ ইনস্টাগ্রামে পোস্ট করেন জোতা। তবে সংসার জীবনটা দীর্ঘ হলো না তার। বিয়ের মাত্র দুই সপ্তাহ পর চলে গেলেন পরপারে।
জোতার ভাই ২৬ বছর বয়সী সিলভাও পেশাদার ফুটবলার। খেলেন পর্তুগালের দ্বিতীয় সারির দল পেনাফিয়েলে।
গত মৌসুমে জোতা লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে বড় অবদান রাখেন। গত মাসে স্পেনকে হারিয়ে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগও জেতেন তিনি। নতুন মৌসুমের আগে ছুটি কাটাচ্ছিলেন জোতা।