কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ বাসের চার যাত্রী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, বাসের ভেতরে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
ইকবাল বাহার বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে পুরো বাসে আগুন ধরে যায়।
তিনি জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।




