সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার পর্যন্ত সারাদেশের ৩০০টি আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল। রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে মোট মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সংখ্যা জানানো হয়।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কাজ চলেছে।

এর মধ্যে রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩৩৮ জন আর জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩২৯ জন, জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৫৮ জন আর জমা দিয়েছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ২১২ জন, জমা ১৬৬ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৬৫ জন আর জমা ১৪২ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৬৩৮ জন আর জমা দিয়েছেন ৪৪৪ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৪০২, ১৭৬, ৪৯৬ ও ২৯৩ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন যথাক্রমে ৩১১, ১৪৬, ৩৬৫ ও ১৯৪ জন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025