রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে সংবিধানের মূলনীতিতে ‘বহুত্ববাদ’ সংযোজন এবং বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব বাতিল করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। বরং আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়েই সংশোধিত প্রস্তাব তৈরি করা হচ্ছে।
আলী রীয়াজ বলেন, সব বিষয়ে একমত হওয়া যাবে না। কিছু বিষয় বাদ দিয়েও যেসব জায়গায় একমত হওয়া সম্ভব, সেখানে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন চলতি বছরের ১৫ জানুয়ারি সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র-এর কথা সুপারিশ করেছিল। তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবে আপত্তি জানায়। তাদের মতে, এটি আল্লাহর একাত্মবাদের পরিপন্থী।
অন্যদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি দেওয়া প্রতিবেদনে বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করার সুপারিশ করে। কমিশনের মতে, প্রাদেশিক শাসনব্যবস্থা চালু করা গেলে এককেন্দ্রিক ক্ষমতার ঝুঁকি কমবে এবং রাজধানী ঢাকার ওপর চাপও হ্রাস পাবে।
ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কাজ করছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তারা নতুন করে সংশোধিত প্রস্তাব তৈরি করছে।
আলী রীয়াজ বলেন, কমিশনের ধারাবাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবেচনায় নিয়ে প্রস্তাবগুলো সংশোধন করা হচ্ছে। আপনারা যে অবস্থান নিচ্ছেন, আমরা সেগুলোকেই গুরুত্ব দিচ্ছি। প্রথম প্রস্তাবে যা ছিল, দলগুলোর আপত্তি আসার পর তা সংশোধন করা হয়েছে। আলোচনা চলছে, আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে।
সোমবারের আলোচনায় সূচিতে ছিল— উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।
আলী রীয়াজ আরও বলেন, আমরা চেষ্টা করছি, আপনাদের বক্তব্য, অনুভূতি, রাজনৈতিক অবস্থান সবকিছু বিবেচনায় নিয়ে প্রস্তাবগুলো সংশোধন করতে। যাতে কোনো ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হয়।
আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু কিছু বিষয় এখনো উপস্থাপন করিনি। আজ নতুন একটি বিষয় আলোচনা করবো।
জুলাই মাসজুড়ে দলগুলোর কর্মসূচি রয়েছে, যা কিছুটা অসুবিধা তৈরি করবে বলে জানিয়ে আলী রীয়াজ বলেন, “তবুও আমরা আশা করি, আপনারা সময় বের করে আলোচনায় বসবেন। যত বেশি সময় আলোচনা করা যায়, ততই ভালো ফল আসবে।”
সংলাপের সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং আইয়ুব মিয়া।