সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে হুমকি, যুবকের কারাদণ্ড

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, অনৈতিক কাজ করতে বল প্রয়োগ ও সরকারি কাজে বাধা সৃষ্টি করার দায়ে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি প্রদান করে আসছিলেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকিও দেন।

সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি প্রদান করলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই কাজে তাকে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচনা দিয়েছেন বলে জানান তিনি। পরে আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় দুই মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, মাহবুবুর নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি প্রদানসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। সোমবার অফিসে এসে আবারও হুমকি প্রদান করেন তিনি। এ সময় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করার পর তাকে দণ্ড প্রদান করা হয়েছে।

Tags :

Staff Reporter

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025