ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহত ও নিখোঁজ ইস্যুতে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ওই স্কুলের শিক্ষিকা পূর্ণিমা দাসের ফেসবুকে দেওয়া বক্তব্য এখন আলোচনার তুঙ্গে।
আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ তার সেই পোস্ট ফেসবুকে শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অনেকেই তাকে ‘সংবেদনহীন’ বলে আখ্যা দিয়েছেন।
নেটিজেনদের একের পর এক বিরুপ মন্তব্যে শেষ পর্যন্ত সেটি মুছে ফেলেছেন এ অভিনেত্রী।
এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে জানান, লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে।
পূর্ণিমা দাসের সেই পোস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শিক্ষিকার বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না তিনি।
এই অভিনেত্রীর মতে, পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি ঘটনার সঙ্গে মিলছে না। বরং সন্দেহের সৃষ্টি করছে।
অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনার বাইরে গিয়ে তথ্য তুলে ধরায় সেই পোস্টে বিরক্তি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। দায়িত্বরতদের কর্মকাণ্ড নিয়ে সাদিয়া আয়মান প্রশ্ন তোলেন- এখনো অনেক পরিবার তাদের সন্তানের সন্ধান পাচ্ছে না, সেগুলোর হদিস কে দেবে?
লাশ পরিবারের কাছে তুলে দেওয়া শিক্ষক বা স্কুলের দায়িত্ব না, এটা যাদের দায়িত্ব তাদের কর্মকাণ্ডই বেশ সন্দিহান বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
সাদিয়া আয়মানের সেই পোস্টটিও ব্যাপক আলোচনায় উঠে আসে।