সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে বৃষ্টিবলয় স্পিড। এ বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোয় বেশি প্রভাব ফেলতে পারে।
বুধবার (২০ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
এর আগে ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানিয়েছিল, এটি একটি আংশিক বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয় সারাদেশে সক্রিয় হতে পারবে না। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির আশঙ্কা আছে এবং এ বৃষ্টিবলয়টি দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে। এটি চলতি বছরের ১১তম বৃষ্টিবলয় ও ৭ম মৌসুমি বৃষ্টিবলয়।
পোস্টে জানানো হয়, বৃষ্টি বলয় মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কম সক্রিয় থাকবে রাজশাহী ও রংপুর বিভাগ। ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এই বৃষ্টি বলয় থাকবে। সর্বাধিক সক্রিয় থাকবে ২২ থেকে ২৪ আগস্ট।
এতে আরও বলা হয়, দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়।
পোস্টে আরও বলা হয়, বৃষ্টিবলয় স্পিড এ অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাঁকেও হতে পারে বেশ কিছু এলাকায়। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৪০-৬০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে।
এই বৃষ্টিবলয় ২১ আগস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে এবং আগামী ২৫ আগস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে।