আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ওইদিন এবং আগের দিন ১৬ নভেম্বর শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার সন্ধ্যায় দলের এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি বলেছেন, শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ১৪ দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে। আর রবি ও সোমবার সারা দেশে শাটডাউনের ডাক দেওয়া হয়েছে।
নাছিম বলেন, বৃহস্পতিবার ঢাকায় যে লকডাউনের ডাক দেওয়া হয়েছিল তা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। গোটা বাংলাদেশ লকডাউনে সামিল হয়েছিল। শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মানুষ বাড়ি থেকে বের হননি। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচি নেওয়ার পেছনে বৃহস্পতিবারের জনসমর্থনই দলকে দিশা দিয়েছে। আমরা প্রবলভাবে আশাবাদী, রবি ও সোমবার গোটা বাংলাদেশের মানুষ শাটডাউনে সামিল হয়ে আওয়ামী লিগ সভানেত্রী তথা বঙ্গবন্ধুকন্যাকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে সামিল হবেন।




