ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে। সংলাপে নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ১৪ দলীয় জোটের দলগুলোকে এই সংলাপে ডাকা হবে না।
রবিবার ইসি থেকে এ তথ্য জানানো হয়। ইসির পরিচালক জনসংযোগ রুহুল আমিন মল্লিক বলেন, ১৩ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সকাল ও বিকালে দুই বেলা করে সংলাপ হবে। তবে কোন দলের সঙ্গে কখন বসা হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি।
নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন এবং একদিনে দুটি সেশনে মোট ১২ দলের প্রতিনিধিকে সংলাপে ডাকা হবে। সংলাপ শুরু হবে ১৩ নভেম্বর, এবং শেষ পর্যায়ে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে সংলাপ হবে।
এটি হবে বর্তমান ইসির দ্বিতীয় সংলাপ, এর আগে ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচনি সংলাপ সিরিজ শুরু করে ইসি। তবে এর পরপরই দুর্গাপূজার ছুটি পড়ায় ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যেতে পারেনি কমিশন। ছুটি শেষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়েই পুনরায় শুরু হয় এই প্রক্রিয়া।
বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকার কারণে তাদের সংলাপে ডাকা হবে না। এছাড়া জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের সংলাপে অংশগ্রহণ নিশ্চিত নয়।
রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।




