শক্তিশালী ভূমিকম্পের পর বিভিন্ন দেশে সুনামির শঙ্কা

রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পর সুনামির ভয়াবহতা নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে। ভূমিকম্পটিকে ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূকম্পন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের পর থেকে রাশিয়া, জাপান ও হাওয়াইয়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ডসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করে উপকূলবাসীদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, জাপানের হোক্কাইদো উপকূলে রাশিয়ার নিকটবর্তী এলাকায় প্রথম সুনামির তরঙ্গ দেখা গেছে, যার উচ্চতা প্রায় ৪০ সেন্টিমিটার। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সতর্কতা। দ্রুততম সময়ের মধ্যে উপকূলীয় এলাকার প্রায় ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০১১ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হাওয়াই ও ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্তৃপক্ষ জনসাধারণকে উপকূলীয় ও নিম্নাঞ্চল থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে আমেরিকায় ব্যাপক প্রাণহানির সম্ভাবনা কম। আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হাওয়াইর গভর্নর। হাওয়াইয়ের ওয়াইকিকি বিচ এলাকা থেকে সুনামি সতর্কতা জারির পর গাড়ির দীর্ঘ সারি নিরাপদ স্থানের দিকে সরতে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত হানতে পারে সুনামির প্রথম তরঙ্গ।

রাশিয়ার দূরপ্রাচ্যে কিছু মানুষ সামান্য আহত হয়েছেন এবং সেভেরো-কুরিলস্ক শহরের কিছু অংশ সুনামির পানিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি এখনো অস্থির থাকায় সংশ্লিষ্ট দেশগুলোতে সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদারে রয়েছে। এই ভূমিকম্প ও সুনামি সতর্কতার পরিপ্রেক্ষিতে উপকূলবর্তী দেশগুলো ও অঞ্চলের জনগণকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে শক্তিশালী মাত্রার ভূকম্পনটি অনুভূত হয় রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে। এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯, অপরটির ৬.৩।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025