শহরজুড়ে ভয়ের ছায়া আর ‘কানাগলি’

ঢাকার বুকে নেমেছে ভয়ের ছায়া। এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে। যার রেখে যাওয়া ভয়ঙ্কর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?

এমনই শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’। ‘কানাগলি’ আসছে ৩ জুলাই, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার সঙ্গে রয়েছেন আইশা খান।

গল্পের আরেকটু আঁচ মেলে নির্মাতার বয়ানে। তিনি জানান, গল্পের এক পর্যায়ে তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী? তারই উত্তর মিলবে এই সিরিজের মাধ্যমে।

নিজের চরিত্রটি নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি যিনি মূলত ইনভেস্টিগেট করেন। প্রচণ্ড থ্রিলার ভিত্তিক গল্প। আর নির্মাতাকে নিয়ে বলবো, তিনি নতুন কিন্তু খুব গুছিয়ে কাজটি করেছেন। আমি খুব এনজয় করেছি কাজটি করতে গিয়ে।’

‘কানাগলি’তে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশার প্রমুখ।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025