মাদ্রাসার এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন আখালিয়া বড়গুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। এ ঘটনায় অভিযুক্ত নয়ন আহমদ নিহতের ভাতিজা ও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবক হিসেবে যুবায়ের আহমদ ভাতিজা নয়নকে প্রায়ই খারাপ ছেলেদের সাথে মেলামেশা করতে নিষেধ করতেন। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য চলছিল। বুধবার সকাল ৯টার দিকে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার পথে নয়নের সাথে দেখা হয়। এ সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে যুবায়েরের গায়ে পড়লে দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে নয়ন অতর্কিত ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন যুবায়ের। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।