প্রথমবার এক সিনেমায় শাহরুখ-রজনীকান্ত

প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকা রজনীকান্ত ও শাহরুখ খান। এমন তথ্য জানিয়েছেন বলিউড আর টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান, তার আসন্ন ছবি ‘জেলার ২’। এই ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা। তারা হলেন- রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ ও শিবা রাজকুমার।

মিঠুন জানান, ছবিতে তিনি থাকছেন খলচরিত্রে, আর বাকি তারকারা সবাই তার বিপক্ষে। অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা এক বিশাল আয়োজন।

এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে জানা যায়, অসুস্থতার কারণে সেই দৃশ্যে রজনীকান্ত সশরীরে শুটিংয়ে অংশ নেননি।

আবার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু একই ফ্রেমে, একই গল্পে—দু’জনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা নেলসন দিলীপ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025