৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে অনুপূর্ণা রায়। অরিজন্টি বিভাগে তাঁর পরিচালিত ছবি সংগস অফ ফরগটেন ট্রি এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। মুম্বাইয়ে বসবাসকারী দুই নারীর জীবন সংগ্রামের গল্প বলা এই ছবির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসায় ভাসছেন অনুপূর্ণা।
ফরাসি পরিচালক জুলিয়া ডকরনো নিজ হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুপূর্ণার হাতে। সাদা শাড়ি পরে যখন তিনি মঞ্চে ওঠেন, পুরস্কার হাতে তাঁর চোখ ছলছল করে ওঠে। আবেগে ভেসে তিনি জানিয়েছেন, এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি শ্রদ্ধা।
তিনি বলেছেন, এই পুরস্কার সেই সকল নারীর জন্য, যারা লড়াই করেন কিন্তু আলো পেতে পারেন না। এই জয় তাঁদের শক্তির ভাষা হয়ে উঠুক।
অনুপূর্ণার এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ ও সুমি বাঘেল। প্রযোজক ছিলেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং যঞ্জন সিং। পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন অনুপূর্ণার এই ছবির প্রেজেন্টার। অনুপূর্ণা কৃতজ্ঞতা জানান তাঁদের সকলকে।