মাত্র ১৬ মিনিটের মধ্যে চার গোল! সব মিলিয়ে সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে অনুষ্ঠিত সেমি-ফাইনালে হান্সি ফ্লিকের দল ছিল দুর্দান্ত ছন্দে। প্রথমার্ধেই ৪ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। বিরতির পর আরও একটি গোল করে ৫ গোলের জয় নিশ্চিত করে তারা।
দলে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করেন জোড়া গোল। একটি করে গোল করেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।
পরিসংখ্যানেও স্পষ্ট ছিল বার্সেলোনার দাপট। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৩টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিলবাওয়ের ৯টি শটের মাত্র ৩টি লক্ষ্যে ছিল। চমক জাগানো একাদশ সাজান কোচ ফ্লিক। লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে শুরু করেন তিনি।
ষোড়শ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পেদ্রির শট সহজেই ঠেকান উনাই সিমন। ২০তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফের্মিন লোপেস, ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষকের বরাবর শট নেন তিনি।
তবে এক মিনিট পরই এগিয়ে যায় লা লিগায় টানা ৯ ম্যাচ জেতা দলটি। ডান দিক থেকে বার্দগির পাসে প্রথমে শট নিতে ব্যর্থ হলেও বল নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে জাল খুঁজে নেন ফেররান তরেস।
৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। বাঁ দিক দিয়ে রাফিনিয়ার পাস পেয়ে প্রথম স্পর্শেই বাঁ পায়ের শক্ত শটে গোল করেন তিনি।
৩৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রুনি বার্দগি। ফের্মিনের পাস ধরে বক্সে ঢুকে নিচু শট নেন তিনি। উনাই সিমন বল ঠেকালেও তার হাতের নিচ দিয়ে গড়িয়ে জালে জড়ায় বল।
চার মিনিট পরই চতুর্থ গোল। বার্দগির পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত বুলেট গতির শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান রাফিনিয়া। এই চার গোলের মাধ্যমে প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালের প্রথমার্ধে চার গোল করার কীর্তি গড়ে বার্সেলোনা।
৪২তম মিনিটে বিলবাও কিছুটা আশার আলো দেখলেও তা টেকেনি। মিডফিল্ডার সানসেতের নিচু শট পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। বক্সের ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।
হ্যাটট্রিকের সুযোগ থাকলেও ৬৫তম মিনিটে রাফিনিয়াকে তুলে নেন কোচ ফ্লিক। তার বদলে নামেন মার্কাস র্যাশফোর্ড। ৭২তম মিনিটে বার্দগির জায়গায় মাঠে নামেন লামিনে ইয়ামাল। শেষ দিকে দুই দলই কয়েকটি সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।
একই মাঠে আজ বৃহস্পতিবার রাতে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার।




