জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দূতাবাসের অনুরোধে সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষায়িত দল সোয়াট মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের বিস্তারিত জানানো হয়নি।’
দূতাবাসের অনুরোধে সোয়াট দল মঙ্গলবারও সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে দূতাবাস ও তার আশপাশের এলাকায় সোয়াট মোতায়েন করা হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) থেকে ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।




