একটি সরকারি স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। তাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন ভবনে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন শিশু, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ করে একতলা ভবনটির ছাদ ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে।
ঝালাওয়াড় জেলার পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানান, চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১০ জন শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্ধারে ছুটে আসেন।
ঘটনাস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখন পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সবার চোখে-মুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়।
আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন জেলা কর্মকর্তারা।