সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে তাঁর পরিবার।
পরিবার জানায়, রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তাঁকে নিয়ে যাওয়া হয়।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কামাল পাশা গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছিলেন। তিনি চারু শিল্পী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক।
কামাল পাশার স্ত্রী ফাতেমা হাসনাত সোহাগী গণমাধ্যমকে বলেন, গতকাল (রোববার) বিকেলে লালমাটিয়া থেকে সাদা পোশাকে একদল লোক এসে তাঁকে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা আটক কিনা সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরীর নামে নেত্রকোনা জেলার ফালিয়াজুরী থানায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা রয়েছে। এ ছাড়া আর কোথাও তাঁর বিরুদ্ধে মামলা আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। যদি ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে ঢাকার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। আর ঢাকায় মামলা না থাকলে নেত্রকোনার ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে।
পুলিশের ওই সূত্র জানিয়েছে, কামাল পাশা চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রয়েছেন।
কামাল পাশা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ রোববার দুপুরের ‘জনকণ্ঠ ও নাটোর সুগার মিল দখল’ হয়েছে বলে একটি স্ট্যাটাস দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা
কামাল পাশা চৌধুরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ বিষয়ে সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লেখক, একটিভিস্ট ইমতিয়াজ মাহমুদ।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘ … আপনার হয়তো জানা আছে আগে থেকেই। তুরিন আফরোজ কারাগারে আটক আছে অনেকদিন ধরে। সকালে ফেসবুক জানিয়েছে আজ তুরিনের জন্মদিন। দেখে মনটা খারাপ হয়ে গেছে। আহা, ওর মেয়েটা, এখন সম্ভবত সতের-আঠারোর মতো বয়স হবে, ও একা একা কিভাবে পৃথিবীর মোকাবেলা করছে! তুরিনের সাথে গত পনের বছরে একবারই কথা হয়েছিল আমার- ২০১৮ সনে। ড. কামাল হোসেন সম্পর্কে কটু কথা লিখেছিল ফেসবুকে সেটার নিন্দা করেছিলাম, তুরিন বলল পোস্টটা ও সরিয়ে নিয়েছে।’
‘আলাপের সময় তুরিন বলছিল ওর মেয়েটার কথা- ১৯শে ডিসেম্বর ওর মেয়েটার জন্মদিন। তারিখটা মনে আছে কারণ ঐ তারিখটা আমার পিতার মৃত্যুবার্ষিকী। ও বলছিল ওর মেয়েটা তখনই উচ্চতায় পাঁচ ফুট ছাড়িয়ে গেছে। আমার দুই কন্যার খবর নিয়েছে। ওর বাচ্চাটা কেমন আছে, কে ওর দেখাশুনা করছে কে জানে!’
‘কামাল পাশা চৌধুরী আটক হয়েছে এই খবরের সাথে তুরিনের কথা কেন আসছে? না, রাজনৈতিক মতামতের দিক দিয়ে এইদুইজনের সাথে আমার কোন মিল নেই। কামাল পাশা সম্পর্কে আমার তো খানিকটা বিরাগও আছে। দুইজনের কথা একসাথে বলছি তার কারণ এইসব গ্রেফতারের মধ্যে আমি একটা প্যাটার্ন দেখতে পাই। শাহরিয়ার কবির, শমী কায়সার, তুরিন আফরোজ, কামাল পাশা। প্যাটার্নটা কি আপনি দেখতে পান? আমার অনুমান হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে আমার কমিউনিস্ট বন্ধুদের জন্যেও আশঙ্কার কারণ থেকে যায়।’