সাজেকে পাহাড় ধস, আটকা ৪ শতাধিক পর্যটক

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট এলাকায় পাহাড় ধসে বন্ধ রয়েছে যান চলাচল। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে চম্পাতলী এবং নন্দারাম নামক এলাকায় অতিবৃষ্টির কারণে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম-চম্পাতলী এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরানোর কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও সাজেক-বাঘাইহাট সড়কে চলাচলকারী সকল যানবাহন চালকদের সতর্কভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025