রাশিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’

আগামী ৫-৯ সেপ্টেম্বর রাশিয়ায় বসবে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে জায়গা করে নিয়েছে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। কাজানের বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে নির্মাতাকে ই-মেইলযোগে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। এমন আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

এ বিষয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ প্রদর্শিত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গেলো মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় সিনেমাটি। এবার কাজান থেকে এলো আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো ‘মাস্তুল’ টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।”

তবে কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে ‘মাস্তুল’। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সহিংসতা ও নিষ্ঠুরতা এড়িয়ে বাছাই করা এই চলচ্চিত্রগুলো এসেছে ওই সব দেশ থেকে, যারা স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ছাড়াও এবারের নির্বাচিত দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান এবং উজবেকিস্তান-তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার ছবি।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আসন্ন কাজান চলচ্চিত্র উৎসবে ৬৭টি দেশ থেকে জমা পড়েছে ৮৪৫টি চলচ্চিত্র। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই উৎসবটি তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তাম মিনিখানভের পৃষ্ঠপোষকতায় এবং রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপ-এর অংশীদারত্বে অনুষ্ঠিত হচ্ছে।

স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের ডেপুটি কোঅর্ডিনেটর এলমিরা সাদিকোভার ভাষ্য অনুযায়ী, এবারের ‘রাশিয়া-ইসলামিক বিশ্ব’ বিভাগটি শুধু বিস্তৃত ভৌগোলিক অংশগ্রহণেই নয়, বরং ইসলামি বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার একটি দুর্লভ সুযোগ হবে।

তবে শুধু কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতাও। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

জানা গেছে, জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025