রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়। অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিসেবা। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরও তীব্র গরম পড়বে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেম ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।

আবহাওয়া পরিসেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেলআবিবে, বিকেল নাগাদ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস (৮৮ ডিগ্রি ফারেনহাইট) থাকবে।

তবে, মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর, যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভাতাইমে ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরের তাপমাত্রা দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে বিশেষ করে গ্যালিলি সাগরের আশপাশে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর জর্ডান উপত্যকার বেইত শে’আনে তাপমাত্রা পৌঁছানোর কথা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৫ ডিগ্রি ফারেনহাইট), গ্যালিলি সাগরের তীরে টাইবেরিয়াস এবং গোলান হাইটসে কাটজরিন, উভয়ই স্থানেই এ তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে (১১১ ডিগ্রি ফারেনহাইট)।

মাউন্ট আরবেলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাসর আল-ইহুদ তীর্থস্থান এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে বলে আশা করা হচ্ছে।

অন্য অঞ্চলগুলোতে প্রায় একই রকম গরম থাকবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে হুলা উপত্যকা থেকে দক্ষিণে আরাভা মরুভূমি পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জেরুজালেমের কাছে বেইত শেমেশ এবং দক্ষিণে ডিমোনায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া জনপ্রিয় রিসোর্ট শহর ইলাতে দুপুরের মাঝামাঝি ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে নাগরিকদের বাইরে এবং রোদে বেশি সময় না থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তাপপ্রবাহ, পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও আহ্বান জানানো হয়েছে। এদিকে, প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত খোলা জায়গায় হাইকিং ট্রেইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025