শুক্রবার ভোরে ঢাকার শ্যামলীতে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির ভয় দেখিয়ে তার ব্যাগ, গেঞ্জি ও স্যান্ডেল ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তারা চাপাতি দিয়ে যুবককে বারবার মারতে যায়। কাঁধে থাকা ব্যাগের পাশাপাশি তার গায়ের গেঞ্জি ও পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ৪০ সেকেন্ডের মধ্যে ছিনতাই করে তারা যেদিক দিয়ে এসেছিলে সেদিকে মোটরসাইকেল নিয়ে চলে যায়।
ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। এটি দেখার পর শনিবার শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলটি শনাক্ত এবং ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেননি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, যুবকের বাসা শ্যামলী দুই নম্বর সড়কে। বাসা নম্বর ১৫২। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে। তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় আসলে মামলা নেওয়া হবে। এরই মধ্যে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।