ময়মনসিংহের গফরগাঁওয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’। সোমবার ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টের উত্তরে প্রায় ১ কিলোমিটার দূরে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি (ট ও ঠ বগি) লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে দুর্বৃত্তরা রেললাইনের পাতের সংযোগস্থল খুলে ফেলে এবং একপাশের প্রায় ২০ ফুট লম্বা অংশ মূল লাইন থেকে বিচ্ছিন্ন করে ৫ ফুট দূরে সরিয়ে রাখে। ভোর ৫টা ২০ মিনিটের দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি যখন গফরগাঁও স্টেশন এলাকায় প্রবেশ করতে যায়, তখন বিচ্ছিন্ন লাইনে গিয়ে ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
দেখা যায়, ট্রেনের চাকাগুলো রেললাইন থেকে ছিটকে পাথরের ওপর উঠে গেছে। লাইনের একটি বড় অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে অন্ধকার থাকায় চালক লাইনের কাটা অংশটি সময়মতো দেখতে পাননি। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। রাজনৈতিক সংকট চলাকালীন নাশকতার উদ্দেশ্যেই লাইনের পাত কেটে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রেনটি সরিয়ে দ্রুত লাইন মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।



