প্রেক্ষাগৃহে বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা সিনেমা প্রদর্শন

বলিউডের হিন্দি সিনেমার একচেটিয়া দাপটে ভারতের কলকাতার প্রেক্ষাগৃহ হারাতে বসেছে বাংলা সিনেমা। দীর্ঘদিন ধরে চলা এই সংকট উত্তরণে বাংলা সিনেমাকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) টালিগঞ্জে আয়োজন করা হয় এক বিশেষ বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিজের নামী প্রযোজক, পরিচালক ও তারকারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নন্দনে অনুষ্ঠিত ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন তারা। অভিযোগ তোলা হয়, মেগা বাজেটের হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহ থেকে বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার ব্যবসার অজুহাতে বাংলা ছবির শো কমিয়ে দেওয়া হচ্ছে এমন মাত্রায়, যা সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় ছবির আয়ে।

এর আগে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চান পরিচালক-প্রযোজকরা। তারই পরিপ্রেক্ষিতে আয়োজিত হয় বৃহস্পতিবারের এই বৈঠক।

বৈঠকের পর পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, ‘বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক বৈঠক হলো। পরিবেশকদের কাছে না কি মুম্বাই থেকে এরকম শর্ত আসে যে সিঙেল স্ক্রিনের ক্ষেত্রে চারটি শো-তেই হিন্দি ছবি চালাতে হবে। বাংলা সিনেমা চালালে হিন্দি ছবি দেবে না। যেহেতু হিন্দি সিনেমার আয় খুব ভালো, সেক্ষেত্রে পরিবেশকরা নিরুপায় হয়ে এমন শর্তে রাজি হয়। ফলে বাংলা সিনেমা বিপদে পড়ে। সেটা নিয়েই আমাদের আজকের বৈঠক। পশ্চিমবঙ্গে কোনো প্রেক্ষাগৃহ বাংলা ছবি নিতে অস্বীকার করতে পারবে না। সেটা সামাঞ্জস্য বজায় রেখে শো দিতে হবে। কোনো বাংলা ছবি যদি ভালো ব্যবসা না করে তাহলে তা সরিয়ে দেওয়ার অধিকার থাকবে হল মালিকের।’

বৈঠক শেষে অভিনেতা দেব বলেন, ‘খুব ইতিবাচক বৈঠক হলো। বাংলায় বাংলা সিনেমা চলবে না, সেটা তো অত্যন্ত দুঃখজনক। সবকটা হলকে একটা শোতে হলেও বাংলা সিনেমা চালাতে হবে, তেমনটাই আলোচনা হলো।’

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আজকের বৈঠকে খানিকটা সমাধানের পথ পাওয়া গেছে। আমি এখনও বলব, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আগে প্রয়োগ হোক। আমরা খুব খুশি হব।’

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025