পদত্যাগ করলেন এনসিপির ১৫ নেতা

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ যুগ্ম সমন্বয়কারী ও ১০ সদস্যের সবাই ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সম্প্রতি এনসিপির এই ৩২ সদস্যে কমিটির তালিকা প্রকাশ পায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা পাঁচ যুগ্ম সমন্বয়কারী হলেন- মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। অপর ১০ সদস্য হলেন- মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নকলা উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান পূর্বক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর আলাদাভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের পদত্যাগপত্রে ওই কমিটি প্রত্যাখ্যানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশ একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তা-ভাবনা শেষে আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগ করার পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত নকলার পত্রে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী ও ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২১ জনকে সদস্য করে মোট ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করা হয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025