প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল

বাংলাদেশে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ৯টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের নদ-নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে রবিবার এক পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের উত্তর তেলেঙ্গানা ও সংলগ্ন অঞ্চলে স্থল লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

একইসঙ্গে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীসমূহের পানি তিন দিন বৃদ্ধি পেতে পারে। এতে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের আপার আত্রাই, আপার করতোয়া, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, যমুনেশ্বরী, করতোয়া ও ঘাঘট নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে, অপরদিকে মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025