ময়মনসিংহের ভালুকায় ‘ধর্ম নিয়ে কটূক্তি’ করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৫) কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় ‘তৌহিদি জনতা’।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক কামাল হোসেন জানান, দীপু চন্দ্র দাস মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তি করার বিষয়টি তিনি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়। এরই মধ্যে ‘তৌহিদি জনতা’ এই খবর পেয়ে যায়। দীপু রাত ৯টার দিকে কারখানার গেটে বের হলে প্রথমে তাকে সেখানে মারধর করা হয়। এরপর তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় ‘তৌহিদি জনতা’।
পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দীপু চন্দ্র দাস প্রায় তিন বছর ধরে ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিকের কাজ করছিলেন। ঘটনার পর এখন পর্যন্ত পরিবারের কেউ এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



