জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়েও উঠেছে প্রশ্ন।
কক্সবাজারের ইনানির একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা।
গণমাধ্যমকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ব্যক্তিগত ভ্রমণে তারা কক্সবাজারে গেছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
জানা যায়, আজই তারা নিয়মিত একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।