বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড় ডিটওয়ায় বিধ্বস্ত শ্রীলঙ্কা। এ অবস্থায় অনেক দেশ ত্রাণ পাঠিয়েছে ওই দেশটিতে। সেই তালিকায় রয়েছে পাকিস্তানও। তবে পাকিস্তানের পাঠানো ত্রাণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলম্বোয় পাকিস্তানের হাইকমিশন শ্রীলঙ্কায় পাঠানো সেই ত্রাণের ছবি পোস্ট করেছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যায়, খাবারের প্যাকেটের গায়ে মেয়াদের যে তারিখ লেখা রয়েছে, তা ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে।
শ্রীলঙ্কায় পাকিস্তানের হাইকমিশন নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছে। তাতে লিখেছে, ‘শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য পাকিস্তান সফল ভাবে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাকিস্তান আজ এবং ভবিষ্যতে সবসময় শ্রীলঙ্কার পাশে।’
সেই পোস্টে ত্রাণসামগ্রীর কিছু ছবি দিয়েছে পাকিস্তান। তাতে দেখা গেছে, খাবারের প্যাকেটে তার মেয়াদের তারিখ লেখা রয়েছে— ২০২৪ সালের অক্টোবর। সেই মেয়াদ অনেক দিন আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে।
এরপরই সামাজি যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সমালোচনা শুরু করেন পাকিস্তানের। কেউ লিখেছেন, বিপাকে পড়া মানুষজনকে আদতে অপমান করছে পাকিস্তান। অনেকে লিখেছেন, খাবারের প্যাকেটের ছবি পোস্ট করার আগে তার মেয়াদ খতিয়ে দেখা উচিত ছিল পাকিস্তানের হাইকমিশনের। যদিও এ নিয়ে পাকিস্তানের হাইকমিশন এখনও কোনো মন্তব্য করেনি।




