চট্টগ্রামে সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া ভিডিও ভাইরাল

চট্টগ্রামের সন্দ্বীপে একটি কোরআন তিলাওয়াত সম্মেলনের ভিডিও সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এক বক্তাকে মঞ্চে বসে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়। সেখানে সমবেত জনতাও তার সাথে স্লোগান ধরেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রবিবার সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশের অংশগ্রহণকারী বক্তাদের মঞ্চে ওঠার সময় সঞ্চালক তাদের দেশের নাম ধরে স্লোগান দেন। পাকিস্তান থেকে আগত এক বক্তার ক্ষেত্রে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।

ভাইরাল হওয়া প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সঞ্চালক প্রথমে ‘পাকিস্তান পাকিস্তান’ স্লোগান দেন, আর দর্শকেরা বলেন ‘জিন্দাবাদ জিন্দাবাদ’। এরপর তিনি ‘বাংলাদেশ বাংলাদেশ’ বললে একইভাবে ‘জিন্দাবাদ’ ধ্বনি শোনা যায়। পরে তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান তোলেন।

সেখানে উপস্থিত ছিলেন মাইটভাঙ্গার বাসিন্দা নুরনবি রুমি। তিনি জানান, পাকিস্তান থেকে আসা বক্তাকে বরণ করতে স্লোগান দেওয়া হয়। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা যায়, মিসর থেকে আগত প্রতিযোগী মঞ্চে উঠলে ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে তাকে স্বাগত জানানো হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। আমরা এর নিন্দা জানাই এবং এমন ঘটনা সহ্য করব না।

সন্দ্বীপের ইউএনও মংচিংনু মারমা বলেন, ভিডিওটি তিনি দেখেননি। তবে এমন ঘটনা সত্য হলে তা দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025