পাহাড়ে দুইপক্ষের গোলাগুলিতে নিহত ৪

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়িতে পাহাড়ে আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিশ্বস্ত কোনো সূত্র থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা নারাইছড়ির দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোনো লাশও নেই বলে জানা গেছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে।

এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025